মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে গাড়ী তল্লাশিতে হেরোইন উদ্ধার, দুই নারীসহ আটক ৩

Paris
সেপ্টেম্বর ২০, ২০১৬ ৩:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর রাজাবাড়ীতে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী আসার সময় একটি নিশান জীপ যৌথ চেকপোষ্ট হতে তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এতে দুই নারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। সোমবার দিবাগতরাত সাড়ে ৩টায় তাদের আটক করা হয়।

 

  • আটককৃতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার বাকড়া গ্রামের আব্দুল সামাদের স্ত্রী কামরুন্নাহার (২৫), একই গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী নাজমা বেগম (৫৫) ও ঢাকা খিলগাঁও থানাধীন ২ মহানগর প্রজেক্ট এলাকার আব্দুল হকের ছেলে আব্দুল সামাদ (৩৫)।

unnamed-copy

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রাজাবাড়ী যৌথ চেকপোষ্টের  একটি  টহলদল কর্তৃক টহল কমান্ডার হাবিলদার সিদ্দিকুর রহমান  সাথে ৪ জন চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী আসার সময় একটি নিশান জীপ তল্লাশি করে্। তল্লাশি করে জীপ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করাসহ ৩ জনকে আটক করা  হয়। এঘটনায় ১ টি কালো রংয়ের নিশান জীপ (ঢাকা মেট্রো ম 0551) আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৭,৩১,৫০০ টাকা।

 

এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়েরসহ আসামীকে সোপর্দ করা হয়েছে। মামলা নং-১৯/১৬ তারিখ ১৯ সেপ্টম্বর ২০১৬।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর