রাজশাহীতে গাড়ি চালানো শিখতে গিয়ে মোটরসাইকেলকে দুমড়ে-মুচড়ে দিলেন চালক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গাড়ি চালানো শিখতে গিয়ে মোটরসাইকেলকে দুমড়ে-মুচড়ে দিলেন চালক। আজ শনিবার সকাল আটটার দিকে এ ঘটনায় এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। তার বাবা-স্কুলে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে জিপ গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল এবং গুরুতর আহত হয় ওই স্কুলছাত্র এবং তার বাবা।

জানা গেছে, জিপ গাড়ির চালক একটি বাহিনীর সদস্য। তিনি  গত ৪-৫ দিন থেকে নগরীর তেরোখাদিয়া এলাকায় গাড়ি চালানো শিখেছিলেন। অন্যদিকে রাস্তার উল্টো দিক দিয়ে একটি মোটরসাইকেল যাচ্ছিলো। এসময় জীপ গাড়িটা ধাক্কা দেয় মোটরসাইকেলে। এতে চালক ও তার সঙ্গে থাকা ছেলে শিশু শিক্ষার্থী গুরুতর আহত হন।

এদিকে দুর্ঘটনার পর এলাকাবাসী ওই বাহিনীর সদস্যকে ঘিরে ধরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত ছাত্র ও তার বাবাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ওই জীপটি নগরীর তেরোখাদিয়া এলাকায় একটি গ্যারেজে রং করার কাজের জন্য দেয়া হয়। ওই গ্যারেজ থেকে প্রতিদিন সকালে বের করে ওই বাহিনীর একজন সদস্য গাড়ি চালানো শিখছিলেন।

স/আর