কারামুক্ত তিন ব্যক্তিকে রাজশাহীতে গরু-অটোরিকশা প্রদান

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে কারামুক্ত ও প্রবেশনে মুক্ত তিন ব্যক্তিকে পুনর্বাসনের লক্ষ্যে এককালীন একটি অটোরিকশা ও দুইটি গরু দেওয়া হয়েছে। সোমবার (১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গরু বিতরণ করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

প্রবেশনে মুক্তরা হলেন- রাজশাহীর তানোর উপজেলার রামনাথপুর এলাকার ফজল আলীর ছেলে আনসার আলী এবং পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকার মৃত পাচু মিয়ার ছেলে আমির হোসেন। এছাড়াও কারামুক্ত ব্যক্তি হলেন- সিরাজগঞ্জ জেলার রহমতগঞ্জ এলাকার মুনসুর আলীর ছেলে শিপন।

সমাজসেবা অধিদপ্তরের কার্যালয় ও রাজশাহীর প্রবেশন কার্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে কারামুক্ত এক ব্যক্তির হাতে অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। এছাড়া আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. হাসিনা মমতাজ, প্রবেশন অফিসার মো. মতিনুর রহমান।

জি/আর