শনিবার , ৮ জুন ২০২৪ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে খাদিম মর্টারস’র আয়োজনে সিরামিক শিল্পীদের কর্মশালা

Paris
জুন ৮, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
খাদিম মর্টারস’র পক্ষ থেকে দেশব্যাপী চলছে সিরামিক শিল্পীদের কর্মশালা। তারই অংশ হিসেবে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীতে প্রথমবারের মত মাস্টারিং ম্যাসনরি নামের এই কর্মশালাতে সিরামিক শিল্পীদের টাইল এ্যাডহেসিভ ব্যবহার, ফ্লোর টাইলস, সিরামিকের ক্ল্যাডিং, সিরামিকের রুফ টাইলস স্থাপন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

কর্মশালায় জানানো হয়, টাইল এ্যাডহেসিভ এক বিশেষ ধরনের বালি আর সিমেন্টের মিক্স। এতে আছে সেলুলোজ ও পলিমারের মত রাসায়নিক উপাদান। এই রেডিমিক্সের সাথে শুধুমাত্র পানি মিশিয়ে সাথে সাথে সিরামিকের নির্মাণ সামগ্রী স্থাপনের কাজে ব্যবহার করা যায়। এতে কিউরিং করার প্রয়োজন হয় না। এতে যেমন অতিরিক্ত ময়লা উৎপাদন হয় না তেমনি পরিবেশকেও রাখে সুরক্ষিত। একই সাথে কোম্পানির এই পণ্য ব্যবহার করলে সিমেন্ট ও বালি কম খরচ পড়বে।

এতে ভবন মালিকের অর্থ সাশ্রয়ী হবে একই সাথে ভবনের উপর নির্মাণ সামগ্রীর চাপ কমবে। এছাড়াও অল্প সময়ের মধ্যে এটি দেয়ালে লেগে যাওয়ায় অতিরিক্ত শ্রম কম লাগবে এবং বর্তমানে যেভাবে টাইলস দেয়া হয় সেখানে কয়েক বছর পর টাইলস খুলে গেলে নতুন করে আবার পুরোটাই টাইলস লাগাতে হয়।

কিন্তু এই পদ্ধািততে টাইলস লাগলে যেটি খুলে যাবে শুধুমাত্র সেটিই মেরামত করলে আবার আগের মতো হয়ে যাবে বলে জানানো হয়। তাছাড়া এ পদ্ধতি ব্যবহার করলে আরো বেশি স্থায়ীত্ব হবে এ নির্মাণ সামগ্রী।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারি ইঞ্জিনিয়ার শাহরিয়ার সুলতান পরাগ।

মিরপুর ও খাদিম সিরামিকসের পক্ষ থেকে নির্মাণ সামগ্রীর ওপর কোন ধরণের টাইল এ্যাডহেসিভ কিভাবে বসাতে হবে সে বিষয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার আজাদ হোসেন। বক্তব্য দেয়ার পর হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয় এবং প্রশিক্ষণের ওপর ভিত্তি করে সিরামিক শিল্পীদের ভেতর প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য