সোমবার , ১৮ নভেম্বর ২০১৯ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে কোর্ট স্টাফ ও জিআরওদের মতবিনিময়

Paris
নভেম্বর ১৮, ২০১৯ ৬:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে দরিদ্র ও অসহায় বিচারাধীন কারাবন্দিদের আইনি সহযোগীতা প্রদানের নিমিত্তে বিচারক, আদালতের কর্মচারি-কর্মকর্তা এবং জি.আর.ও দের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এর আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসের ট্রাস্ট (ব্লাস্ট) এর রাজশাহী শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ ওএইচএম ইলিয়াস হোসাইন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার, চীফ মেট্রোপলিটন ম্যাজিসট্রেট নুরুল আলম মোহাম্মদ নিপু। সভায় বিগত ৫ বছরের প্যারালীগেলগণ বিচারাধীন কারাবন্দীদের আইনি সহায়তায় বিভিন্ন তথ্য ও উপাত্ত তুলে ধরেন। সভায় আদালতে কর্মরত বেঞ্চসহকারী, নাজীর, প্রশাসনিক কর্মকর্তা, কোর্ট ইন্সপেক্টর, জিআরও গণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তৃতায় আদালতে কারাবন্দীদের বিচারাধীন মামলায় আইনী সহায়তা প্রদানের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর