রাজশাহীতে কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে। বিকেল পৌনে পাঁচটার দিকে ঝড় বৃষ্টির হানা দেয় রাজশাহীতে। এ সময় রাজশাহী শহরে শিলাবৃষ্টি হতে দেখা যায়। হবে শিলার পরিমাণ অনেকটা কম হওয়ায় তেমন ক্ষতি হয়নি। যতটুকু ক্ষতি হয়েছে ঝড়ের কারণ।

 

পূর্ব আকাশে কালো মেঘ করে অন্ধকারে ছেয়ে আসে রাজশাহী নগরী এরপর শুরু হয় ঝড় ও শিলা বৃষ্টি।

 

ঝড়ের তীব্র গতিতে কিছু কিছু গাছের ডালপালা ভেঙে যায় বলে জানা গেছে। ঝড়ে আম, ধান, পেঁপে, কলা সহ বিভিন্ন ফসলের অনেক ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিক জানান কৃষকরা।

রাজশাহীতে এটিই প্রথম শিলাবৃষ্টি ও কালবৈশাখীর আঘাত বলে জানা গেছে।

স/আর