রাজশাহীতে কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে আয়োজিত টুর্নামেন্ট উদ্বোধন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অন্যান্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ্, আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ও টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু।

প্রথম বারের মত দেশের তৃনমূল পর্যায়ে শিশুদের মধ্যে থেকে ১২০জন প্রতিযোগী টুর্নারেন্টে অংশ নিচ্ছে। এই টুর্নামেন্টে ভারতের বেঙ্গল টেনিস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদর্শন ঘোষ, এডমিনিষ্ট্রেটিভ এক্সিউটিভ মৌসুমী চক্রবর্তী খেলোয়ারদের প্রশিক্ষণ দিয়েছেন।

স/আর