রাজশাহীতে কাপড়ের দোকানের ছবি তুলতে গিয়ে পাঁচ সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদে অবস্থান

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর সাহেব বাজারে কাপড়ের দোকান খোলা রাখার ছবি তুলতে গেলে পাঁচ সাংবাদিককে লাঞ্ছিত করেছেন ব্যবসায়ী। এর প্রতিবাদে ফটোসাংবাদিকরা নগরীর আরডি মার্কেটের সামনে রাস্তা অবরোধ করে প্রতিবাদ শুরু করেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সাংবাদিকরা জানান, প্রথম আলোর ফটোসাংবাদিক শহিদুল ইসলাম দুখু, যুগান্তরের আজম খান ও দৈনিক রাজশাহী সংবাদের মুকুল হোসেন, দৈনিক বার্তার ফটোসাংবাদিক মিলন শেখ ও বাংলার জনপদের সাংবাদিক মোস্তাফিজ রকিকে লাঞ্চিত করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

লাঞ্চিতের শিকার সাংবাদিকরা জানান, লকডাউনের মধ্যেও রাজশাহীর সাহেব বাজারের কাপড়ের দোকানসহ বিভিন্ন দোকানপাট খুলে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। এরকম ছবি তুলতে যান সাংবাদিকরা। এসময় হামলা চালায় রোজ কসমেটিক্সের রবেল হোসেন ও এ রহমান এন্ড সন্সের মিঠু সিরকার।

খবর পেয়ে পুলিশ গিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

স/আর