রাজশাহীতে করোনা কেড়ে নিলো আরো এক প্রাণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীতে করোনায় আক্রান্ত হয়ে ৬৫ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (৯জুলাই) রাত ১০টায় রামেক হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের নাম মো: মাইনুল ইসলাম (৬৫)। তিনি নগরীর রানী বাজার বাটার মোড় এলাকার মো: জাইদুল রহমানের ছেলে।

এনিয়ে রজশাহী নগরীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সংখ্যা দাঁড়ালো ৭জন। আর রাজশাহী জেলায় মোট ১৪জন।

মৃতের ভাই আতিকুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে তাকে শনিবার হাসপাতালের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এর পর নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ধরা পড়ে। রবিবার শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত আইসিইউতে সিফট করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃতের লাশ স্বাস্থ্য বিধি মেনে দাফনে সহযোগীতা করছে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যরা।

স/রা