রাজশাহীতে একসঙ্গে তিন শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে একসঙ্গে তিন শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে রাজশাহী নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

সেন্টার শিকার ওই তিন শিক্ষার্থী হলেন, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী সিফাত হোসেন, মেহেদী হাসান ও মোস্তফিজ রহমান রকি। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

ছিন্তাইয়ের শিকার ওই তিন শিক্ষার্থী জানান, তারা মঙ্গলবার দুপুরে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুলে সুইমিং শিখতে আসেন। তারা দুপুর পৌনে একটার দিকে ক্রীড়া কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে পৌঁছালে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক ধারালো অস্ত্রের মুখে পথরোধ করে। এসময় তিন শিক্ষার্থীর নিকট থাকা তিনটি ফোন নিয়ে পালিয়ে যায় ছিন্তাইকারীরা।

মহিলা ক্রীড়া কমপ্লেক্সের রনি জানান, প্রায় প্রতিদিন এখান থেকে মোবাইল ছিনতাই বা চুরির ঘটনা ঘটছে  কিন্তু প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে পারছে না। ফলে মোবাইল ছিনতাই ও চুরির ঘটনা একের পর এক ঘটছেই।

নগরীর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম চিন্তার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স/আর