রাজশাহীতে একদিনে ২০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দুটি ল্যাবে আজ রবিবার মাত্র ২০ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। জেলার দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে রামেক ল্যাবে ১৬ জন্য এবং রামেক হাসপাতাল ল্যাবে মাত্র ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন রাজশাহীতে থাকা ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতালের এক রোগীসহ দুইজন এবং নগরীর দুই এলাকার দুজনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

অন্যদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর আটজন এবং নাটোরের আটজনের করোনা শনাক্ত হয়েছে।

দুই ল্যাবে রাজশাহীর নতুন ১২ জন শনাক্ত হওয়ায় এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন চার হাজার ৬৬২ জন। এর মধ্যে ৩ হাজার ৩৮৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪২ জন। নাটোরে মোট আক্রান্তের সংখ্যা এখন এক হাজার ৮৭৬ জন। এ জেলায় ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৬৬৫ জন। মারা গেছেন আটজন।

স/আর