রাজশাহীতে একদিনে আরও ৭৭ জনের করোনা শনাক্ত, সিটিতেই ৬২

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে একদিনে আরও ৭৭ জনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২২ জন। মারা গেছেন ৬ জন। গত ২৪ ঘন্টায় নগরীতেই বেড়েছে ৬২ জন।

গতকাল রাজশাহী জেলায় আক্রান্তের সংখ্যা ছিলো ১৩৬৮ জন। সেখানে একদিনে বেড়ে হলো ১৪১৫ জন। অর্থাৎ একদিনে আরও ৭৭ জন রোগী বেড়েছে এই জেলায়।

এদিকে রাজশাহী নগরীতে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে পরিস্থিতি দিনের পর দিনে ভয়ানক আকার ধারণ করছে। জেলার উপজেলাগুলোতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমান্বয়ে। জেলার ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পবাতে। এখানে মোট আক্রান্ত ৮৩ জন। তবে পবার আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দাই বেশি। এছাড়াও চারঘাটে ৩১ জন, বাঘায় ২৩ জন, পুঠিয়ায় ১৯ জন, দুর্গাপুরে ১৭ জন, বাগমারায় ৩৮ জন, মোহনপুরে ৫১ জন, তানোরে ৪৫ জন ও গোদাগাড়ীতে ১৪ জন।

স/আর