রাজশাহীতে উপাধ্যক্ষের অপমান সইতে না পেরে ছাত্রের বিষপানে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক:


শিক্ষাপ্রতিষ্ঠানের উপাধ্যক্ষের অপমান সইতে না পেরে এক ছাত্র বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। পরে ওই ছাত্রকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে রাফি হাসপাতালে ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে- রাজশাহী হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি’র কম্পিউটার টেকনোলজির (২য় পর্ব) ছাত্র রাফিউল ইসলাম রাফি। তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। গতকাল রোববার (৯ জানুয়ারি) সকালে কলেজে উপ-বিভাগীয় প্রধান সাদিকুল ইসলাম, বিভাগীয় প্রধান সাজ্জাদ আলীসহ কিছু শিক্ষক রাফিকে অপমান করে।

সেই অপমান করার অভিযোগ রাফি উপাধ্যক্ষ মামুনকে জানাতে গেলে তিনিও রাফিকে বাবা-মাতা তুলে অপমানজনক কথা-বার্তা বলেন। চরম অপমান সইতে না পেরে রাফি মেসে ফিরে এসে আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করে। পরে মেসের বর্ডাররা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিয়ে উপাধ্যক্ষ আব্দুল্লাহ্ আল মামুনের মুঠোফরে কল করা হলে তনি রিসিভ করেননি। তাই এই বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

স/আ