রাজশাহীতে উদ্ধারকৃত ভারসাম্যহীন তরুণীর ঠিকানা খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি)  অভিযানে অজ্ঞাত ভারসাম্যহীন এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার মেয়েটিকে উদ্ধার করে আরএমপির কর্নহার থানা পুলিশ। এরপর থেকেই সে আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে আছে।

বর্তমানে তার  ঠিকানা খুঁজছে পুলিশ। যেন সে তার পরিবারকে খুঁজে পায়। এনিয়ে আরএমপি পুলিশের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে।

সেখান থেকে জানা গেছে, গত সোমবার (৪জানুয়ারি) অনুমান ২০.১০ টায় স্বরংমলা রেলব্রীজ সংলগ্ন রেল লাইনের আশপাশে ঘোরাফেরা করে। স্থানীয় লোকজনের সহায়তায় কর্নহার থানা পুলিশ মেয়েটিকে উদ্ধারপূর্বক নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসেন।

বয়স অনুমান ২৫ বছর। মেয়েটির গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফিট ২ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে, মানষিক ভারসাম্যহীন। সে রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বললেও কিছু বোঝা যায় না।  এই সংক্রান্তে কর্নহার থানায় একটি জিডি হয়েছে।