রাজশাহীতে অধিকার, আইন ও মানবাধিকার বিষয়ক উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে অধিকার, মানবাধিকার ও আইন সম্পর্কে সচেতনতাবৃদ্ধির লক্ষে রবিবার (২৩ জানুয়ারি) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নগরীর টিকাপাড়ায় দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে সংস্থার অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থার পরিবর্তন, বৈষম্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তা, সামাজিক, পরিবারিক ও রাষ্ট্রীয় অধিকার ও মানবাধিকার বিষয়ে আলোচনা করা হয়।

লিগ্যাল ইম্পাওয়ারমেন্ট এন্ড জেন্ডার ডাইভারসিটি (এলইজিডি) প্রকল্পের আর্থিক সহযোগিতায় দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন অত্র সংস্থার কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক সাগরীকা খান, কোষাধ্যক্ষ জুলি, এলইজিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান ও ফাইনান্স অফিসার মেহেদি হাসান সুমন।

এএইচ/এস