রাজন হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর ডেমরায় রাজন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন।

 

যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তিরা হলেন জালাল, হানিফ ও দেলোয়ার।

 

আসামিদের মধ্যে জালাল পলাতক আছেন। বাকি দুজনকে রায় ঘোষণার সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

 

রায়ে বিচারক যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।

 

এজাহার থেকে জানা যায়, জালালের সঙ্গে রাজনের স্ত্রীর পরকীয়ার জেরে ২০০১ সালের ১০ নভেম্বর ধারালো অস্ত্র দিয়ে রাজনকে হত্যা করা হয়। এ ঘটনায় রাজনের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে ডেমরা থানায় হত্যা মামলা করেন।

 

২০০২ সালের ১৯ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

সূত্র: এনটিভি