রাজধানীতে জর্দার কৌটা বিস্ফোরণ, তদন্ত করছে পুলিশ

রাজধানীর মিরপুরে জর্দার কৌটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত সোয়া ৮টার দিকে মিরপুর-২ নম্বরের এফ ব্লকের রাস্তার পাশে খোলা জায়গায় এটি বিস্ফোরিত হয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর কোনো স্প্রিন্টার বা অন্য কোনো আলামত পাওয়া যায়নি। কেউ এলাকার কাউকে ভয় দেখানোর জন্য এই বিস্ফোরণ ঘটিয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

এ সম্পর্কে মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘মিরপুর-২-এর একটি ফাঁকা জায়গায় একটি জর্দার কৌটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা তদন্ত করছি। কেউ পরিকল্পিতভাবে করেছে এমনটি মনে হচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে না, এর পরও এলাকার কোনো বাড়িওয়ালা বা অন্য কাউকে টার্গেট করে করা হয়েছে কি না তা খতিয়ে দেখছি। এলাকার বিভিন্ন ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। কারা কারা এলাকায় ঢুকেছে, বের হয়েছে সে তথ্য নেওয়া হচ্ছে।’

 

সুত্রঃ কালের কণ্ঠ