মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাঙ্গামাটিতে সেনা টহলে সন্ত্রাসী হামলা, পাল্টা গুলিতে নিহত ২

Paris
অক্টোবর ১৩, ২০২০ ১১:৩১ অপরাহ্ণ

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় সেনাবাহিনীর টহলের উপর গুলি বর্ষণ করে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস। সেনাবাহিনী আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে জেএসএসের দুইজন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

মঙ্গলবার সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

সূত্রে জানা গেছে, সেনা টহলের ওপর অতর্কিত গুলি বর্ষণ করে জেএসএস সন্ত্রাসীরা। এতে সেনাবাহিনীও পাল্টাগুলি করলে জেএসএসের দুইজন নিহত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষনিক ভাবে নিহত দুই জেএসএস সন্ত্রাসীরা নাম ও গুলিবিদ্ধ সেনা সদস্যের নাম জানা যায়নি।

এদিকে জেএসএস সন্ত্রাসীদের গুলিতে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহত সেনা সদস্যকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সেনাবাহিনী ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি একে ২ বোর অটোমেটিক রাইফেল উদ্ধার। ঘটনাস্থলে তল্লাশি অব্যাহত রয়েছে। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও সার্বিক) মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নানিয়ারচর থানার ওসি ঘটনাস্থলে যাচ্ছেন ফিরে এসে বিস্তারিত জানতে পারবো। তবে যে ঘটনা ঘটেছে, তা সত্য।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়