রহনপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৫৯ জন প্রতিদ্বন্দীতা করছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, ১ নং ওয়ার্ডে জাহানারা পারভিন (চশমা), শেফালী বেগম (জবাফুল)ও শাহনাজ পারভিন (আনারস)। ২ নং ওয়ার্ডে মিলিয়ারা বেগম (চশমা), চামেলী বেগম (আনারস), ফাতেমা বেগম (জবাফুল), মেহেরুন্নেসা (দ্বিতল বাস), শাহজাদী বেগম (টেলিফোন), শেফালী বেগম সুফিয়া বেগম (আংটি), সেলিনা বেগম (বলপেন)ওসেমালী বেগম (অটো রিক্সা)। ৩ নং ওয়ার্ডে আইরিন খাতুন (জবাফুল), কিসমোতারা খাতুন (অটো রিক্সা), তাজকেরা বেগম (বলপেন), রাবেয়া বেগম রুবি (চশমা), শাহনাজ বেগম (আনারস)ও সোনিয়া আকতার (টেলিফোন)
সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে  আব্দুল মালেক আমিন (উটপাখি), ইসমাইল হোসেন(ডালিম), নজরুল ইসলাম (টেবিল ল্যাম্প), শিমুল বাবু (পাঞ্জাবী)ওসৈয়দ গোলাম নবী মাসুম (ব্রিজ)। ২ নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম (উটপাখি), মোহসিন আলী (পানির বোতল),  আব্দুস সালেক (ডালিম) ও শিশ মোহাম্মদ (পাঞ্জাবী)।৩ নং ওয়ার্ডে মিঠু চন্দ্র দাস (ব্রিজ), মুঃ নুরুল ইসলাম সিরাজ নুরুদ্দিন(ডালিম), মোবারক হোসেন টনি (উটপাখি)ও মনিরুল ইসলাম (পাঞ্জাবী)। ৪নং ওয়ার্ডে  ইউসুফ আলী (ব্রিজ), মো:ইব্রাহিম (পাঞ্জাবী), খাদেম আলী (উটপাখি), জুয়েল আলী (পানির বোতল), মোজাহার আলী (ডালিম) ও হামিদুল ইসলাম পলাশ(টেবিল ল্যাম্প)। ৫ নং ওয়ার্ডে মুঃ মোস্তাফিজুর রহমান জেম(পাঞ্জাবী), রফিুকুল ইসলাম খাঁন (পানির বোতল)ও আবু সুফিয়ান (উটপাখি)। ৬ নং ওয়ার্ডে মেরাজুল ইসলাম (পানির বোতল), গোলাম হামিদুর রহমান (ব্লাক বোর্ড), তৈমুর রহমান (ব্রিজ), শফিকুল ইসলাম (ল্যাম্প পোস্ট), শামিম আকতার (পাঞ্জাবী), সামিউল আওয়াল (উটপাখি)ও রবিউল ইসলাম (ডালিম)। ৭ নং ওয়ার্ডে মোমিনুল ইসলাম (উটপাখি), রবিউল ইসলাম বাচ্চু (পাঞ্জাবী), সাইফুল ইসলাম (ডালিম), সাদিকুল ইসলাম (পানির বোতল)ও সেরাজুল ইসলাম (ব্রিজ))। ৮ নং ওয়ার্ডে  মুঃ আজিজুর রহমান (উটপাখি),মুঃ তাজামুল হক (পাঞ্জাবী)ও মুঃ ইসমাইল হোসেন (পানির বোতল) ও ৯ নং ওয়ার্ডে আব্দুস সালেক (পানির বোতল), আনারুল ইসলাম (পাঞ্জাবী), আব্দুর রাজ্জাক মন্টু (উটপাখি), দুরুল হোদা (টেবিল ল্যাম্প)ও মনির হোসেন (ডালিম)।
স/রি