বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রহনপুর তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন শুক্রবার

Paris
সেপ্টেম্বর ১, ২০১৬ ৯:৫৪ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণ কেন্দ্র রহনপুরে পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন আগামীকাল শুক্রবার।কাল বিকেলে এর উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) একেএম শহীদুল হক।

 

উদ্বোধনের পর রহনপুর তদন্ত কেন্দ্র প্রাঙ্গনে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

 
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি.এম. মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।

 

গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ২ দশমিক ৭১ একর জায়গার উপর নির্মিত রহনপুর তদন্ত কেন্দ্রের দ্বিতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ২৭ লক্ষ টাকা। গোমস্তাপুর উপজেলার প্রাণ কেন্দ্র হওয়ায় উপজেলার পরিষদের সকল প্রশাসনিক দপ্তর রয়েছে। এর ফলে প্রশাসনিক কার্যক্রম ও আইন শৃংখলা রক্ষার্থে রহনপুরস্থ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায়  এ তদন্ত কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর