রহনপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে উঠান বৈঠক

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে মুক্ত সমাজ গঠনে ব্র্যাকের পল্লী সমাজের নারী সদস্যদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্র্যাক, গোমস্তাপুর শাখার আয়োজনে রহনপুর পৌর এলাকার রহমত পাড়ায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচীর কর্মকর্তা আ. আওয়াল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মোমেনা খাতুন, ডেপুটি ম্যানেজার জলিলুর রহমান, এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, পল্লী সমাজের সভাপতি মোসা. হাওয়া বেগম প্রমুখ।

জি/আর