রশিদ খানদের খেলার অনুমোদন দিল তালেবান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু আশঙ্কা উড়িয়ে দিয়ে রশিদ খানদের টেস্ট ম্যাচ খেলার অনুমোদন দিয়েছে তালেবান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা অস্ট্রেলিয়া সফরে দল পাঠানোর অনুমোদন পেয়েছি।

গত বছর আফগান ক্রিকেট দলের সঙ্গে নিজেদের মাঠে একটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে সেই সূচি পেছানো হয়।

রশিদ খানদের নিয়ে যে টেস্ট ম্যাচটি অস্ট্রেলিয়ার আয়োজন করার কথা ছিল, সেটি এ বছরের নভেম্বরে অসিদের মাঠে অনুষ্ঠিত হবে।

এর আগে নব্বইয়ের দশকে তালেবান শাসনামলে আফগানিস্তানে বেশিরভাগ বিনোদন নিষিদ্ধ থাকলেও চালু ছিল ক্রিকেট।

দুই দশক পর আফগানিস্তানে তালেবানরা ফের ক্ষমতায় আসার পর দেশটিতে খেলাধুলায় অংশ নেওয়া অনিশ্চয়তা দেখা দেয়। বিশেষ করে নারীদের খেলাধুলায় অংশ নেওয়া এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ।

সূত্র: যুগান্তর