রক্তচাপ নিয়ে যেসব প্রশ্নের উত্তর জানা জরুরি

প্রশ্ন: রক্তচাপ কেন উঠানামা করে?

ডা. মো. তৌফিকুর রহমান: রক্তচাপ অনেক কারণে উঠানামা করতে পারে। কিছু রোগের কারণে, কিছু খাবারের কারণে, কিছু রক্তচাপ মাপার মেশিনের কারণে বা কিছু রক্তচাপ মাপার পদ্ধতিগত সমস্যার কারণে ও পরিবেশগত কারণে রক্তচাপ উঠানামা করতে পারে।

প্রশ্ন: রোগীর কী কী কারণে রক্তচাপ উঠানামা করে?

ডা. মো. তৌফিকুর রহমান: রোগী দুশ্চিন্তা করলে রক্তচাপ হঠাৎ খুব বেড়ে যেতে পারে, আবার দুশ্চিন্তা কমে গেলে বা নিয়ন্ত্রণে এলে রক্তচাপ স্বাভাবিক হতে পারে। যদিও প্রাথমিকভাবে এ বাড়তি রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য সাময়িকভাবে কিছু উচ্চ রক্তচাপের ওষুধ ও দুশ্চিন্তা নিয়ন্ত্রণের ওষুধ লাগতে পারে, কিন্তু পরবর্তীকালে সাধারণত উচ্চ রক্তচাপের ওষুধের আর প্রয়োজন নাও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা বেশি করলে, রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কমেও যেতে পারে। রোগী যদি দীর্ঘদিন ধরে শরীরের ব্যথা কমানোর ওষুধ বিশেষ করে এনএসএআইডি জাতীয় ওষুধ সেবন করে, তাহলে রোগীর রক্তচাপ বাড়তে পারে বা উঠানামাও করতে পারে। রোগী যদি নিয়মিত ওষুধ না খায় বা মাঝে মধ্যে ওষুুধ বাদ দেয়, তবে রক্তচাপ উঠানামা করতে পারে। রোগী যদি জন্মনিয়ন্ত্রণের ওষুধ খান দীর্ঘদিন, তবে রক্তচাপ বাড়তে পারে বা উঠানামা করতে পারে। রোগীর যদি কিডনিতে সমস্যা থাকে, তাহলেও রক্তচাপ উঠানামা করতে পারে। রোগীর যদি কিছু হরমোনজনিত রোগ যেমন- হাইপারথাইরয়েডিজম (থাইরয়েড গ্লান্ড থেকে বেশি বেশি থাইরয়েড হরমোন বের হওয়া রোগ) বা ফিওক্রোমোসাইটোমা (কিডনির উপরে অবস্থিত এড্রেনাল গ্লান্ডের টিউমার রোগ) জাতীয় রোগ হয়, তবে রক্তচাপ উঠানামা করতে পারে।

প্রশ্ন: কী কী খাবারের কারণে রক্তচাপ উঠানামা করে?

ডা. মো. তৌফিকুর রহমান: অতিরিক্ত কফি পান, চা পান ও ধূমপান করলে রক্তচাপ বাড়তে পারে।

প্রশ্ন: রক্তচাপ মাপার মেশিনের তারতম্যের কারণে কি রক্তচাপ উঠানামা করতে পারে?

ডা. মো. তৌফিকুর রহমান: হ্যাঁ, বিভিন্ন ধরনের রক্তচাপ মাপার মেশিন বিভিন্ন সময়ে ব্যবহারের কারণে রক্তচাপের মান ভিন্ন ভিন্ন হতে পারে। আবার দেখা যায়, অটোমেটিক মেশিনে রক্তচাপ মাপার কয়েক মিনিট পরে আবার রক্তচাপ মাপলে আগের মাপের চেয়ে ভিন্নতা পাওয়া যায়।

প্রশ্ন: রক্তচাপ মাপার কি পদ্ধতিগত সমস্যার কারণে ও পরিবেশগত কী কী কারণে রক্তচাপ উঠানামা করে?

ডা. মো. তৌফিকুর রহমান: রক্তচাপ মাপার মেশিনের সঠিক সাইজ ব্যবহার না করলে, রক্তচাপ মাপার সময় কথা বললে, অনেক পরিশ্রম বা ব্যায়ামের পর রক্তচাপ মাপলে বা হোয়াইট কোট হাইপারটেনশনের কারণে রক্তচাপের মান বেশি আসতে পারে।

প্রশ্ন: হোয়াইট কোট হাইপারটেনশন কী?

ডা. মো. তৌফিকুর রহমান: অনেক রোগী চিকিৎসকের চেম্বারে আসার পর অতিরিক্ত ও অপ্রয়োজনীয় টেনশন বা দুশ্চিন্তায় ভোগেন, ফলে রক্তচাপ অনেক বেড়ে যায়, কিন্তু এসব রোগীর বাসায় বা অন্য সময় রক্তচাপ স্বাভাবিক বা কম থাকে। যেহেতু ডাক্তাররা সাদা অ্যাপ্রোন বা কোট পরিধান করে, তাই এ সমস্যাকে হোয়াইট কোট হাইপারটেনশন বলে।

প্রফেসর ডা. মো. তৌফিকুর রহমান (ফারুক)
এমবিবিএস (ডিএমসি), এমডি (কার্ডিওলজি), এফসিপিএস (মেডিসিন), এফএসিসি (আমেরিকা), এফএসিপি, এফএএসই, এফআরসিপি, এফসিসিপি,  এফইএসসি, এফএএইচএ, এফএপিএসআইসি।

অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিওলজি; চেম্বার: মেডিনোভা, মালিবাগ মোড়, হোসাফ টাওয়ার।

 

সুত্রঃ যুগান্তর