যৌন নিপীড়নের দায়ে ঐতিহাসিক রায় দিল সৌদি আরব

যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি ওই ব্যক্তির জনসম্মুখে নাম প্রকাশ করা হবে বলে রায় দিয়েছেন আদালত। সৌদি গেজেট সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে যৌন নিপীড়নের কোনো মামলায় এই প্রথমবারের মতো কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম জনসম্মুখে প্রকাশ করা হলো। এর আগে সৌদি আরবের মন্ত্রিসভায় যৌন অপরাধের ক্ষেত্রে অভিযুক্তের নাম প্রকাশ করার ব্যাপারে একটি আইন পাশ করা হয়।

সৌদি গেজেট জানায়, গত বছরের জানুয়ারিতে এক নারীকে অশ্লীল মন্তব্য করার অভিযোগ প্রমাণিত হওয়ার পর ইয়াসির মুসলিম আল-আরাবীকে আটমাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন মদিনার একটি আদালত। পাশাপাশি মন্ত্রিসভায় অনুমোদিত যৌন হয়রানি বিরোধী আইনের নতুন ধারা অনুযায়ী তার নামও প্রকাশ করা হয়।
 

সূত্রঃ যুগান্তর