যৌন অপরাধের কারণে কুওমোর পদত্যাগ করা উচিত: বাইডেন

বহু নারীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ার পর নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমোর পদত্যাগ করা উচিত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সম্মেলনে বাইডেন বলেন, ‘আমি মনে করি তার পদত্যাগ করা উচিত। রাজ্য আইনসভা অভিসংশনের কথাই বলেবে। আমি ফ্যাক্ট জানি না। সব তথ্য পড়িনি।’

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটা জেমস জানিয়েছেন, ‘অ্যান্ড্রু কুওমো রাজ্যের আইন লঙ্ঘন করেছেন। তদন্ত প্রমাণ করেছে যে, কুওমো একাধিক নারীকে যৌন হয়রানি করেছেন।’

এদিকে কুওমো বলছেন, তিনি কোন নারীকে স্পর্শ পর্যন্ত করেননি। গর্ভনরের দায়িত্ব থেকেও সরতে নারাজ তিনি।

গত বছর গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে অনেকে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপর তদন্তে নামে স্বাধীন তদন্ত কমিশন। তদন্তকারী টিম প্রায় পাঁচ মাস ধরে প্রায় ২০০ জনের জবানবন্দি নেন। তদন্তের অংশ হিসেবে দশ হাজার নথি, ক্ষুদেবার্তা ও ছবি পর্যালোচনা করা হয়।

 

সূত্রঃ কালের কণ্ঠ