যে শহরে করোনার ভয়ে পালাল সব চিকিৎসক

ইয়েমেনের এডেন শহরে করোনার ভয়ে পালিয়েছে চিকিৎসকরা। করোনা মহামারীর বাড়বাড়ন্তের মধ্যে পুরো শহরে একটি মাত্র হাসপাতাল চালু রয়েছে।

কিন্তু গত কয়েক মাস ধরে একজন বাদে সকল চিকিৎসকই কর্মস্থলে অনুপস্থিত। ডা. জোহা নামে ওই চিকিৎসক একাই থেকে গিয়েছেন করোনা রোগীদের চিকিৎসার জন্য।

করোনার ভয় ও পিপিই’র অভাবে তারা হাসপাকালে আসছেন না বলেন জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, গত ছয় মাসে জটিল-কঠিন রোগে আক্রান্ত বহু রোগীকে গুরুতর অবস্থায় চিকিৎসা দিয়েছেন ডা. জোহা। তার চিকিৎসায় সেরে উঠেছে বহু রোগী।

ছয় মাস আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত মাত্র দুই হাজার ১১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়ে উঠেছে এক হাজার দু’শ ১২ জন।

বর্তমানে আক্রান্ত অবস্থায় আছে ২১৬ জন। মোট পাঁচশ ৮৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে দেশটিতে।
সবচেয়ে বেশি আক্রান্ত এডেন সমুদ্রবন্দ এলাকা।

প্রায় ১০ লাখ অধিবাসীর শহরটিতে মাত্র হাসপাতাল। কিন্তু করোনা সংক্রমণের শুরুতেই শহর ছেড়ে পালিয়ে যায় চিকিৎসকরা।