যে রোগে ভুগছেন অভিনেতা ফারুক

ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক ফারুক টিবি রোগে আক্রান্ত। বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বর্ষীয়ান এ অভিনেতা।

 


নায়ক ফারুক দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। রাজধানীর দুটি বড় হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গত ১৩ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে স্বাস্থ্যপরীক্ষা করাতে যান তিনি।

প্রথমে বেশ কয়েকটি শরীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হলেও জানা যায়নি তিনি কী রোগে আক্রান্ত। পরে শেষ পরীক্ষায় জানা গেছে, তিনি টিবি রোগে আক্রান্ত।

নায়ক ফারুককে আগামী ২১ দিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। রোগটি পুরোপুরি সেরে উঠলেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

ফারুকের স্বাস্থ্যের খোঁজ নিতে তার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি জানান, অভিনেতা ফারুকের টিভি রোগ ধরা পড়েছে। গত সপ্তাহে তার শরীরের মাত্র একটি পরীক্ষা বাদ ছিল। সেই পরীক্ষায় তার এ রোগ ধরা পড়ে।

জায়েদ আরও জানান, দীর্ঘদিন ধরে ফারুকের জ্বর ওঠানামা করছিল। তবে কী কারণে তিনি জ্বরের সমস্যায় ভুগছেন তা দেশে চিকিৎসা করে তিনি নিশ্চিত হতে পারেনি। তিন দিন আগে রিপোর্ট দেখে সিঙ্গাপুরের চিকিৎসকরা রোগের ব্যাপারে নিশ্চিত করেছেন।

ফারুক আগামী ২১ দিন চিকিৎসকদের পূর্ণ তত্ত্বাবধানে থাকবেন বলেও জানান তিনি। আর পুরোপুরি সেরে উঠলেই তিনি দেশে ফিরবেন।

 

সূত্রঃ যুগান্তর