যে পিচে তাসকিন-অপু দুজনেই ঝড় তুললেন

চলতি বিপিএলে মিরপুর শেরে বাংলার পিচ বেশ অদ্ভুত আচরণ করছে। দিনের খেলায় দলগুলৌ বড় রান করতে পারছে না। কিন্তু রাত হলেই রানের বন্যা বয়ে যাচ্ছে। বড় বড় সব তারকাদের নিয়ে দল সাজিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা।

কিন্তু চলতি বিপিএলে এখনও তারা দুর্ধর্ষ কোনো পারফর্মেন্স দেখাতে পারেনি। তিন ম্যাচে জয় মাত্র একটি। আজ তারা সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাত্র ১০০ রানে অল-আউট হয়ে গেছে! বল হাতে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপু আর পেস তারকা তাসকিন আহমেদ।

গতকাল প্রথম ম্যাচ শেষে বরিশাল কোচ খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, উইকেট ব্যাটিং সহায়ক। বোলারদের জন্যই নাকি কিছু নেই। কিন্তু প্রতিদিনের মতো আজও বোলাররা উৎসবে মেতেছিলেন। বরাবরের ঘূর্ণি সহায়ক মিরপুর শেরেবাংলার উইকেটে সিলেটের নাজমুল ইসলাম অপু ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। টি-টোয়েন্টির মতো ফরম্যাটে তিনি একটি মেডেনও নিয়েছেন! অন্যদিকে পেস তারকা তাসকিন আহমেদ নিয়েছেন ২.৪ ওভারে ২২ রানে ৩ উইকেট। সোহাগ গাজীও কম যাননি। ৪ ওভারে ১টি মেডেনসহ দিয়েছেন ১৭ রান। শিকার ২ উইকেট।

 

সূত্রঃ কালের কণ্ঠ