মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘যে গাছে আম বেশি, সে গাছে ইটও বেশি পড়ে’

Paris
অক্টোবর ২২, ২০২৪ ১:৩৩ অপরাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নাম সাকিব আল হাসান। ইতিবাচক হোক কিংবা নেতিবাচক; দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই আলোচনার শীর্ষে ছিলেন এই তারকা। ক্যারিয়ারের বিদায়লগ্নেও তুমুল আলোচনায় আছেন তিনি। চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে এই সংস্করণকে বিদায় বলতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। তবে সেটি আর হলো না।

সাকিবের দেশে ফেরা নিয়ে সব কিছু ঠিকঠাক পথেই এগোচ্ছিল। কিন্তু হঠাৎ করে বদলে যায় দৃশ্যপট। জানা যায়, দেশে ফেরা হচ্ছে না সাকিবের। নিরাপত্তাজনিত কারণেই তাকে আপাতত দেশে ফিরতে মানা করা হয়েছে।

দেশে না ফিরতে পারা, নিরাপত্তার ঘাটতি, এসব বিষয়ে এতদিন কিছুই বলেননি সাকিব আল হাসান। তবে গতকাল আবুধাবি টি-টেন লিগে তার দল বাংলা টাইগার্সের ইউটিউব চ্যানেলে সাকিবের ছোট্ট একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। যেখানে সাকিব তাকে নিয়ে সার্বক্ষণিক সমালোচনা নিয়ে বলেছেন, যে গাছে আম বেশি, সে গাছে ইটও বেশি পড়ে।

সাকিবকে নিয়ে এত ইতিবাচক বা নেতিবাচক খবর প্রকাশ হয়, এগুলো তিনি দেখেন কি না – সাক্ষাৎকারে প্রথম এই প্রশ্নে সাকিব বলেছেন, ‘মিথ্যা কথা বলব না যে একদমই দেখি না। অনেক সময় ধরেনৃসোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে দেখা হয়ে যায়, অনেক সময়টিভি দেখতে দেখতে দেখা হয়ে যায়। তবে এমন না যে আমি ইনটেনশনালি কারওটা ফলো করছি বা কারওটা দেখছি। সেটা কখনোই হয় না। তবে অনেক সময় অনেক নিউজ দেখা হয় এবং সেটা নেগেটিভ-পজিটিভ দুইটাই দেখা হয়। পজিটিভ শুনলে একটু শুনি, নেগেটিভ শুনলেও একটু শুনি। এবং ওইটা নিয়ে আমি খুব বেশি একটা আসলে চিন্তা করি না কখনো।’

নেতিবাচক এত খবর যে তার খেলায় প্রভাব ফেলে না, সে প্রমাণ তো তার ক্যারিয়ারই। সাক্ষাৎকারে তাঁর খেলায় নেতিবাচক সমালোচনার প্রভাব নিয়ে প্রশ্নেও সাকিব একই কথাই বলেছেন। তবে তার দাবি, এত নেতিবাচক সমালোচনা প্রাপ্য ছিল না তাঁর, ‘না আমার কাছে মনে হয় না যে আমার এত বছরের ক্যারিয়ারেৃকারণ অনেক নেগেটিভ নিউজ হয়েছে আমাকে নিয়ে, যতটা আমার কাছে মনে হয় যে হওয়া উচিত ছিল না। সেই জায়গা থেকে আমি মনে করি যে অনেক বেশি হয়েছে এবং এটাতে আমার কোনো খারাপ লাগাও নাই, এবং আমি এটা নিয়ে কখনো চিন্তাও করি না।’

এদিকে এরপর যখন উপস্থাপক বাংলাদেশের ক্রিকেটে তার অবদানের বিশালত্বের কথা টেনে জিজ্ঞেস করলেন, এই অবদানের কারণেই সাকিবের কখনো মনে হয় কি না যে এত নেতিবাচক খবর হওয়া উচিত ছিল নাৃসাকিব টেনে আনলেন আম গাছ আর ইটের প্রসঙ্গ, ‘উমমৃনা! আমি মনে করি যে যেগুলা হয়, হওয়া উচিতৃসাধারণত আমি যদি উদাহরণ দিই যে, যখন যে গাছে আম বেশি ধরে, সে গাছে ইটটাও বেশি পড়ে। যে গাছটা যত উঁচা, সে গাছে বাতাসটাও বেশি লাগে। স্বাভাবিকভাবেই এগুলা হবে এবং এটাই দুনিয়ার নিয়ম। তোৃএখান থেকে ইগনোর করার কোনো অপশন আছে বলে আমি মনে করি না। তোৃমানে আমি কখনো মনে করি না যে কম হতে পারত, কম হলে ভালো হতো। মে বি এটাই হওয়ার কথা ছিল।’

সর্বশেষ - খেলা