যে কারণে মন ভেঙেছে কঙ্গনার

করোনার কারণে বলিউডের একের পর এক ছবির মুক্তি যাচ্ছে পিছিয়ে। সব মিলিয়ে বিনোদন জগতে ফের অনিশ্চয়তা। এই পরিস্থিতির মুখে পড়ল কঙ্গনা রানাওয়াতের নতুন ছবি ‘থালাইভি’। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২৩ এপ্রিল। তবে করোনার কারণে এবার পিছিয়ে যেতে চলেছে ‘থালাইভি’র মুক্তি। ছবি রিলিজ নিয়ে সোশাল মিডিয়ায় জানিয়েছেন কঙ্গনা। ছবিটি মুক্তি দিতে পারছেন না বলে মন ভেঙেছে তার। তিনি জানিয়েছেন, এটা খুবই কষ্টের বিষয়। মন ভেঙে গেছে। কিন্তু কিছু করার নেই। আগে মানুষের নিরাপত্তা, তারপর বিনোদন।

প্রযোজনা সংস্থার একটি অফিশিয়াল বিবৃতি শেয়ার করেছেন কঙ্গনা। সেখানে লেখা আছে, ‘থালাইভির ট্রেলার মুক্তির পর আপনাদের যে দারুণ সাড়া পেয়েছে, এতে আমরা কৃতজ্ঞ। দলের সবাই অনেক ত্যাগ স্বীকার করেছেন সিনেমাটি নির্মাণের জন্য।’

সেখানে আরও লেখা আছে, ‘সিনেমাটি অনেকগুলো ভাষায় নির্মাণ হয়েছে। তাই সবগুলোই একইদিনে মুক্তির পরিকল্পনা রয়েছে। ২৩ এপ্রিল মুক্তির তারিখ ঘোষণা ছিল। কিন্তু করোনার প্রকোপ বাড়ছে। এর মধ্যে সিনেমাটির মুক্তি আমরা স্থগিত করছি।’

 

‘থালাইভি’র ট্রেলার প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন কঙ্গনা। ট্রেলারে অভিনেত্রী। নিজেকে জয়ললিতার রূপে দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন। চোখ দিয়ে পানিও চলে এসেছিল তার। সিনেমার পরিচালক বিজয়ের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘এই প্রথম কোনো পরিচালক আমার অভিনয়কে নিখুঁত করতে সাহায্য করেছেন। যা কিনা আমার কাছে অনেক বড় পাওয়া।’

প্রশংসার পাশাপাশি এই সিনেমার জন্য বিতর্কের মুখেও পড়তে হয়েছে কঙ্গনাকে। তবে এসবের দিকে নজর দেননি অভিনেত্রী। বরং কীভাবে সিনেমার পর্দায় জয়ললিতা আম্মা হয়ে ওঠা যায়, সে দিকেই মন দিয়েছিলেন এই ‘বলিউড কুইন’।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন