যে কারণে আইপিএল শিরোপা জেতা উচিৎ পাঞ্জাবের

আইপিএলে বরাবরই তারকাখচিত দল গড়ে থাকে কিংস এলেভেন পাঞ্জাব। কিন্তু সাফল্যের হিসেবে কষতে বসলে খুঁজে পাওয়া যায় না তাদের। আইপিএলের ১২ আসরের মধ্যে তাদের সেরা সাফল্য বলতে একবার মাত্র রানার্সআপ হওয়া। ২০১২ সালের আসরে ফাইনালে উঠলেও, কলকাতার কাছে হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন হতে পারেনি পাঞ্জাব।

দলটির সাবেক অস্ট্রেলিয়ান তারকা ব্রেট লি মনে করেন, এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়া উচিৎ পাঞ্জাবের। বিশেষ করে অনিল কুম্বলের মতো হেড কোচ নিয়োগ দেয়ার পর এখন পাঞ্জাবের সম্ভাবনা আরও বেড়ে গেছে বলে মনে করেন অসি গতিতারকা।

স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড অনুষ্ঠানে ব্রেট লি বলেছেন, ‘দলের মধ্যে অনিল কুম্বলের মতো একজন থাকা সত্যিই স্কোয়াডের শক্তি অনেক বাড়িয়ে দেয়। তার জ্ঞান, তার অভিজ্ঞতা নিশ্চিতভাবেই দলকে সাহায্য করবে।’

পাঞ্জাবের হয়ে খেলা ব্রেট লি আরও যোগ করেন, ‘পাঞ্জাবের এবার জেতা উচিৎ। তাদের স্কোয়াডটা দুর্দান্ত। পুরো দলটাই অসাধারণ। তারা বারবার খুব কাছে যায় কিন্তু শেষ রেখাটা পার করা সম্ভব হয় না। আমি সেই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছি। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতাও দারুণ।’

এসময় করোনাকালের আইপিএলে খেলোয়াড় চিত্তবিনোদনের জন্য গিটার বাজানো ও তাস খেলার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘খেলোয়াড়রা সত্যিই অনেক বেশি আয় করছে এখান থেকে। বিশ্বের সামনে দারুণ এক টুর্নামেন্ট রাখছে তারা। তাই সময়টা কাজে লাগাক এবং গিটার বাজানো শিখুক। আমি হোটেল রুমে গিটার বাজাতে পছন্দ করি। আমার বাইরে গিয়ে গলফ খেলতে হয় না। গিটার বের করো, তাস খেলো, মজা হবে।’

 

সুত্রঃ জাগো নিউজ