যুব গেমস তায়কোয়ানদো প্রতিযোগিতায় সাতটি পদক অর্জন করলো রাজশাহী বিভাগ

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সমাপ্তি হলো শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস তায়কোয়ানদো প্রতিযোগিতা । জাতীয় ক্রীড়া পরিষদ এর জিমনেসিয়ামে গত ২৬,২৭ ও ২৮ ফেব্রুয়ারি এই তিন দিনব্যাপী তায়কোয়ানদো যুব খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মহিলা ফাইট ইভেন্টে (-৪২)কেজিতে -লাইলাতুল ফেরদৌস খুশবু (স্বর্ণ), (-৪৪)কেজিতে -সুমাইয়া খাতুন (রৌপ্য), (-৪৬) কেজিতে-রুফাইদা আনসারীয়া (তাম্র),(-৪৯) কেজিতে- মৃদোলা ফারজানা (রৌপ্য) এবং (+৫২) কেজিতে -নাফিসা তাবাসসুম (স্বর্ণ) পদক অর্জন করেন। এছাড়াও তায়কোয়ানদো পুমসে পেয়ার ইভেন্টে- সুমাইয়া খাতুন ও মোঃ কামরুল খান (তাম্র) পদক অর্জন করে। শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ তায়কোয়ানদো প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ২ টি স্বর্ণ, ২ টি রৌপ্য ও ৩ টি তাম্র পদক অর্জন করে। উক্ত তায়কোয়ানদো খেলায় রাজশাহী বিভাগীয় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন -মোঃ মোজাফফর হোসেন বুলু (রাজশাহী তায়কোয়ানদো দোজাং এর প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক) এবং প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বাবুল হোসেন।