যুবলীগ নেতা শামীমের কার্যালয়ে র‌্যাবের অভিযান, বিপুল টাকা উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুবলীগ নেতা জি কে শামীমের কার্যালয় ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব। তাঁকে বিপুল টাকাসহ আটক করা হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার রাজধানীর নিকেতনে ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে শামীমের কার্যালয় ঘিরে এ অভিযান চালানো হচ্ছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তবে তাঁর কার্যালয় থেকে কত টাকা উদ্ধার করা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

সম্প্রতি কালের কণ্ঠে তাঁর বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টে প্রকাশ রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় জি কে শামীম প্রভাবশালী ঠিকাদার হিসেবেই পরিচিত। গণপূর্ত ভবনের বেশির ভাগ ঠিকাদারি কাজই জি কে শামীম নিয়ন্ত্রণ করেন। বিএনপি-জামায়াত শাসনামলেও গণপূর্তে এই শামীমই ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি।

অনুসন্ধানে দেখা গেছে, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে শামীম ছিলেন ঢাকা মহানগর যুবদলের সহসম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা ও সাবেক গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের খুবই ঘনিষ্ঠ। সেই জি কে শামীম এখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।