যুক্তরাষ্ট্রে জনসনের এক ডোজের টিকা অনুমোদন

ফাইজার ও মডার্নার পর এবার যুক্তরাষ্ট্রে তৃতীয় করোনার টিকা হিসেবে অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসনের এক ডোজের ভ্যাকসিন।

আগের দুই টিকা দুই ডোজ করে নিতে হলেও জনসনের এ টিকার এক ডোজই যথেষ্ট।

জনসনের এ টিকা সাধারণ ফিজেই সংরক্ষণ করা যাবে। এ টিকা পরীক্ষামূলক প্রয়োগে করোনায় গুরুতর আক্রান্ত রোগীদের সুস্থ করতে ৬৬ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

ফাইজার ও মডার্নার টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হলেও জনসনের ভ্যাকসিনটি তৈরি করেছে বেলজিয়ামের প্রতিষ্ঠান জানসেন।

এ বছরের জুন নাগাদ প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রকে ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করবে। আগামী সপ্তাহে এ টিকা দেওয়া শুরু হবে।

যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় দেশগুলোও জনসনের ভ্যাকসিন কিনছে।

 

সুত্রঃ যুগান্তর