যুক্তরাজ্যে কোয়ারেন্টিন না মানলে বিশাল অঙ্কের জরিমানা

ইংল্যান্ডে সেল্ফ-আইসোলেশনে থাকার নির্দেশনা ভঙ্গ করলে ১০ হাজার পাউন্ডের বেশি জরিমানা করা হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

২৮ সেপ্টেম্বর থেকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত ব্যক্তি থেকে শুরু করে তাদের সংস্পর্শে আসা সবাইকে সেল্ফ আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে।

তবে যাদের রোজগার একেবারে কম, তাদের ক্ষেত্রে জরিমানার অঙ্কটা পাঁচশ পাউন্ড করা হতে পারে। ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনা নিয়ে কড়া নির্দেশনার কথা বলার পর এ সিদ্ধান্ত এসেছে।

এদিকে যুক্তরাজ্যে গতকাল শনিবার চার হাজার চারশ ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২৭ জন।

গত মে মাসের পর স্কটল্যান্ডে গতকাল সর্বোচ্চ ৩৫০ জন, ওয়ালেসে ২১২ জন এবং নর্দার্ন আয়ারল্যান্ডে ২২২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

শুরুতে এক হাজার পাউন্ড থেকে ১০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে। জরিমানা এড়াতে সঠিকভাবে আইসোলেশন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বরিস জনসন মনে করেন, করোনা ঠেকানোর একমাত্র উপায় হলো সর্বস্তরে করোনা সংক্রান্ত বিধি সঠিকভাবে মেনে চলা।

 

সূত্রঃ কালের কণ্ঠ