যতদিন বাঁচবো ততদিন সর্ব ধর্মে বিশ্বাস করবো : মমতা

সব ধর্মে বিশ্বাস করেন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি সর্ব ধর্মে বিশ্বাসী, যতদিন বাঁচবো ততদিন এটা মেনে চলবো। গতকাল বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রের চক্রবেড়িয়া উত্তর পদ্মপুকুরে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

ভোট সামনে রেখে ভবানীপুর কেন্দ্রের সকলের উদ্দেশ্যে মমতা আরও বলেন, ভবানীপুর একটা মিনি ইন্ডিয়া। একটা ছোটোখাটো ভারতবর্ষ। সব জাতি, ধর্ম ও বর্ণের মানুষ এখানে বসবাস করেন। ভবানীপুর থেকেই ভারতবর্ষ শুরু হয়। ভি তে ভবানীপুর, ভি তে ভারতবর্ষ।

তিনি আরও বলেন, একদিন একটা ভোট দিন আর পাঁচ বছরের জন্য নিশ্চিন্তে থাকুন। পূজা কমিটিগুলোকে বলবো, আপনারা যা যা পেতেন তা সব বলবৎ থাকবে। আমি একা নই। আমি আপনাদের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমি মন্দির-মসজিদ, সব জায়গায় গিয়েছি। বাংলাই জাগরণের মূলমন্ত্র।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন