সোমবার , ২৬ ডিসেম্বর ২০১৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ময়নাতদন্তের প্রতিবেদন: গুলির আঘাতেই মৃত্যু আফিফের

Paris
ডিসেম্বর ২৬, ২০১৬ ৫:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গুলির আঘাতে মৃত্যু হয়েছে রাজধানীর আশকোনায় পরিচালিত জঙ্গিবিরোধী অভিযানে নিহত আফিফ কাদেরীর। সোমবার ময়নাতদন্ত শেষে  ঢামেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ বিষয়টি  নিশ্চিত করেন।

সোহেল মাহমুদ জানান, আফিফের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। একটি গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

ফরেনসিক বিভাগের সহকারী এই অধ্যাপক আরও জানান, ডিএনএ টেস্টের জন্য চুল, দাঁত ও থাই মাসল এবং রাসায়নিক বিশ্লেষণের জন্য ভিসেরা, রক্ত ও মূত্র সংগ্রহ করা হয়েছে।

ডিএনএ টেস্টের জন্য নমুনা ঢামেকের ডিএনএ ল্যাবে ও রাসায়নিক বিশ্লেষণের জন্য নমুনা মহাখালীতে অবস্থিত রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হবে।

 

বেলা দেড়টার দিকে শুরু হওয়ার পর ২টার দিকে এই ময়নাতদন্ত শেষ হয়।

এর আগে, রবিবার (২৫ ডিসেম্বর) সূর্য ভিলা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, নিহত আফিফের হাতে একটি নাইন এমএম পিস্তল ছিল এবং পাশে একই ধরনের আরও একটি অস্ত্র পড়ে ছিল।

 

আফিফ আজিমপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত তানভীর কাদেরীর যমজ দুই ছেলের একজন। অপরজনের নাম তাহরীম কাদেরী।

শুক্রবার মধ্যরাত থেকে ১৬ ঘণ্টার অপারেশ রিপল ২৪-এ এক নারী জঙ্গি আত্মঘাতী হয় ও পুলিশের গুলিতে আফিফ নিহত হয়। আত্মসমর্পণ করে দুই শিশুসহ দুই নারী। আহত এক শিশু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র : বাংলাট্রিবিউন

সর্বশেষ - জাতীয়