রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মোহনপুরে ৩৫ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

Paris
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ৯:০৯ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি:

মোহনপুর উপজেলায় ৩৫ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার করছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, উপজেলা বাকশিমইল ইউনিয়নের করিশা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ওরফে চেরু ও তার স্ত্রী মাদক সম্রাজ্ঞী রিনা বেগম (৩৬) দীর্ঘদিন থেকে রেক্টিফাইড স্পিরিট (এ্যালকোহল) জাতীয় মাদকদ্রব্যের পাইকারী ও খুরচা ব্যবসা করে করে আসছিল।

রোববার দুপুর দেড়টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শফিকুল ইসলাম(চেরু) বাড়ীতে মাদকদ্রব্যের চালান পাইকারী হিসাবে কেনা-বেচা হবে। খবর পেয়ে মোহনপুর থানার এস আই মামুন আর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চেরু বাড়ীতে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী চেরু পালিয়ে যায়। এই সময় চেরুর স্ত্রী মাদক সম্রাজ্ঞী রিনা বেগমকে ৩৫ বোতল রেক্টিফাইড স্পিরিট (এ্যালকোহল)সহ গ্রেফতার করে।

মোহনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ওরফে চেরু ও তার স্ত্রী রিনা বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্যে আইনে মামলা দায়ের করে আসামী রিনাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। অপর আসামী শফিকুল ইসলাম চেরুকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহ্নত থাকবে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর