মেয়রের ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিলেন রাজশাহী কলেজের ৯৪ ব্যাচ

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে রাজশাহী কলেজ ৯৪ ব্যাচ।

শুক্রবার নগর ভবনে মেয়রের হাতে অনুদানের অর্থ তুলে দেন তারা। ৯৪ ব্যাচের স্বপন, ইকবাল, রাসেল ,কামাল ও শাওনের উদ্যোগে এই অনুদান প্রদান করা হয়।

এ সময় তাদের আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।

আপরদিকে, ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে এসোসিয়েশন অফ মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট। শুক্রবার নগর ভবনে মেয়রের হাতে অনুদানের অর্থ তুলে দেন এসোসিয়েশনের রাজশাহীর নেতৃবৃন্দ।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অফ মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট রাজশাহীর সভাপতি ও রামেকের উপাধ্যক্ষ প্রফেসর ডা. বুলবুল হাসান, কোষাধ্যক্ষ ও ভাইরোলজী বিভাগের বিভাগীয় প্রধান ডা. সাবেরা গুল নাহার, সম্পাদক ডা. এসএম ওয়াসি পারভেজ ও সাংগঠনিক সম্পাদক ডা. মিজানুর রহমান।

স/অ