মেসির সঙ্গে কোনো বিরোধ নেই : লা লিগা সভাপতি

মেসি যখন বার্সেলোনা ছেড়ে যেতে চেয়েছিলেন এবং রিলিজ ক্লজ নিয়ে যখন বার্সার সঙ্গে তার বিরোধ চরম আকার ধারণ করেছিলো, তখন কাতালান ক্লাবটির পাশে এসে দাঁড়িয়েছিল স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। তারা জানিয়েছিল, মেসি ফ্রি ফ্রি কোথাও যেতে পারবে না। যেতে হলে তাকে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করেই যেতে হবে।

লা লিগার এমন অবস্থানের কারণেই মূলতঃ মেসির পক্ষ থেকে পরিস্থিতি ঘুরে যায়। তিনি শেষ পর্যন্ত চাননি নিজের প্রিয় ক্লাবকে আদালতে তুলতে। কারণ বার্সা এবং লা লিগার অবস্থানের পর মেসি যদি সত্যি সত্যি চলে যেতে চাইতেন, তাহলে বিষয়টা আদালত পর্যন্ত গড়াতো। যদিও আইনজ্ঞরা বলছিলেন, আদালতে গড়ালে জয় মেসিরই হতো।

তবুও মেসি চাননি বার্সাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে। নিজেই তিনি জানিয়েছেন, বার্সেলোনাই হচ্ছে তার স্বপ্ন। এই ক্লাব তাকে আজকের মেসি বানিয়েছে। এই ক্লাব থেকে তিনি অনেক কিছুই পেয়েছেন। শেষ পর্যন্ত মেসি বার্সাতেই আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

সোমবার মেসি বার্সার অনুশীলনেও যোগ দিয়েছেন। তবে, বার্সার সঙ্গে তার বিরোধের সময় লা লিগা যে অবস্থান নিয়েছিল, এখনও সেই অবস্থান ধরে রাখার চেষ্টা করছে স্পেনের সর্বোচ্চ লিগ কর্তৃপক্ষ। লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস নিজেদের সেই অবস্থানের সাফাই গেয়ে আবার বলে দিচ্ছেন, মেসির সঙ্গে লা লিগার কোনো বিরোধ নেই। মেসির বিপক্ষেও তাদের অবস্থান নয়। বরং, অন্য কোনো স্প্যানিশ ফুটবলার হলেও, তাদের অবস্থানও একই হতো।’

স্প্যানিশ পত্রিকা কোরিয়ের ডি লা সেলা’র সঙ্গে সাক্ষাৎকারে হ্যাভিয়ের তেবাস বলেন, ‘আমি মেসির সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাইনি। তার সঙ্গে কোনো বিরোধও নেই। আমি অবশ্যই তাকে সেরা ফুটবলার হিসেবে জানি এবং মানি। গত দুই দশকে তিনি আমাদের ফুটবলকে (স্প্যানিশ লা লিগা) বিশ্বসেরায় পরিণত করেছেন। তাহলে কিভাবে আপনি এমন একজনের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়বেন?’

পরক্ষণেই তেবাস বলেন, ‘তবে আমরা সবাই চাই, যে চুক্তি হয়েছিল, সেটাকে সম্মান জানানোর। যদিও মেসির এই বিষয়টা মিডিয়ায় অনেক বেশি আলোচনা হয়েছে, মাতামাতি হয়েছে। তবে, আমি শুধু মেসি নয়, এই পরিস্থিতিতে যে কোনো খেলোয়াড়ের বিপক্ষেই অবস্থান নিতাম। একটা লিগ হিসেবে, আমাদের সবারই উচিৎ চুক্তিকে সম্মান জানানো। সেখানে আপনার নাম মেসি হোক কিংবা পেপিটো পেরেজ- যাই হোক।’

লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস ব্যাখ্যা দিয়ে বলেন, ‘চুক্তির বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার। একটি অংশ তো মূল বিষয় থেকেই সরে দাঁড়িয়েছিল এবং এরপর ভুল করেছে। তবে শেষ পর্যন্ত আমাদের সবার জন্য সুখের বিষয়টা হলো, মেসি আইনি যুদ্ধে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজের সারাজীবনের ক্লাব বার্সেলোনায় ছেড়ে যাবেন না বলেছেন।’

হ্যাভিয়ের তেবাসকে জিজ্ঞাসা করা হয়, তাহলে এক মৌসুম পর অর্থ্যাৎ আগামী মৌসুমে তো মেসি বার্সা ছেড়ে চলে যাবেন। তখন তাকে কিভাবে আটকাবেন এবং তখন তিনি তো ফ্রি হয়ে যাবেন। ফ্রি ট্রান্সফারে যে কোথাও যেতে পারবেন। জবাবে হ্যাভিয়ের তেবাস বলেন, ‘এটাও হবে আমাদের জন্য একটা লজ্জার বিষয়। তবে, অবশ্য লা লিগার ব্র্যান্ড ভ্যালু অবশ্যই এসব খেলোয়াড় এবং ক্লাবের চেয়েও বড়। যদিও পৃথিবীর যে কোনো লিগই চাইবে মেসিকে নিয়ে যেতে।’