মেসিদের পর আজ মাঠে নামছে রিয়াল

করোনারভাইরাসের পর মাঠে ফিরেই ম্যাজিক দেখিয়ে দিয়েছেন লিওনেল মেসি। রিয়াল মায়োরকার বিপক্ষে তার ম্যাজিকে বিশাল ব্যবধানে জয় নিয়ে ফিরে এসেছে বার্সেলোনা। সে সঙ্গে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান গড়ে তুললো ৫।

মেসিদের পর এবার রিয়াল মাদ্রিদের পালা। জিনেদিন জিদানের শিষ্যদের সামনে সেই ৫ পয়েন্টের ব্যবধান আবারও ২-এ নামিয়ে আনার পালা। করোনাভাইরাসের পর আজই নিজেদের ফুটবল শুরু করতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাবটি। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১টায় রিয়াল মাঠে নামছে এইবারের বিপক্ষে।

জার্মান বুন্দেসলিগার পরে স্পেনে ১১ জুন থেকে শুরু হয়েছে লা লিগা। ইতালিতে সিরি-আ শুরু হবে ২০ জুন। তার আগেই শুক্রবার দেশটিতে ফুটবলের প্রত্যাবর্ত‌ন ঘটেছে কোপা ইতালিয়া দিয়ে। সেই ম্যাচে খেললেন ক্রিশ্চিয়ানো রোনালদোও

লা লিগা টেবিলে বার্সা খেলেছে ২৮ ম্যাচ। পয়েন্ট ৬১। ২৭ ম্যাচে রিয়ালে পয়েন্ট ৫৬। লিগে বার্সার বাকি ১০ ম্যাচ। রিয়ালের ১১। এই ১০ কিংবা ১১ ম্যাচে একটা অঘটনও উল্টে দেবে অনেক হিসাব-নিকাশ। রিয়াল মাদ্রিদ চাচ্ছেও একটি অঘটন, যাতে বার্সা পয়েন্ট হারায়।

লজ ব্লাঙ্কোজদের ম্যানেজার জিনেদিন জিদানের কাছে এই ‘১১টি ম্যাচই ফাইনাল’! বিশ্বজয়ী সাবেক ফরাসি তারকার সুবিধা হলো, মহামারি কারণে স্পেনে তিন মাস ফুটবল বন্ধ থাকায় তিনি আক্রমণ সাজাতে পারবেন সুস্থ হয়ে ওঠা ইডেন হ্যাজার্ডকে দলে রেখে। সঙ্গে করিম বেনজেমা ও ইসকোও রয়েছেন। যার ফলে হয়তো গ্যারেথ বেলকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার বিলাসিতা দেখাবেন জিদান।

জিদানের কাছে লা লিগা যেন বিশ্বকাপের লড়াই। তিনি বলেন, ‘আমি তুলনা খুব পছন্দ করি। আমার খেলোয়াড়রাও এই তুলনাকে পছন্দ করে এবং তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই মাঠে নামতে যাচ্ছে। আমি চাই, টুর্নামেন্ট জিততে।’

শনিবার সংবাদ সম্মেলনে এসে জিদান বলেন, ‘ছেলেরা ভাল করেই জানে, সামনে চূড়ান্ত লড়াই এবং এই সময়টায় কিভাবে নিজেদের উজাড় করে দিতে হবে। খেলা এতদিন বন্ধ থাকলেও আমাদের প্রস্তুতি যথেষ্ট ভাল হয়েছে।’ সঙ্গে যোগ করেন, ‘চিরকাল বলেছি, চ্যাম্পিয়ন্স লিগের থেকে লা লিগা জেতা কঠিন।’