রাসিক নির্বাচন

মেয়র প্রার্থী লিটনের পক্ষে বিভিন্নস্থানে নেতৃবৃন্দের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে আজ সোমবার বিকাল ৫টায় শাহ্ মখদুম কলেজে ২৩ ওয়ার্ড আওয়ামী লীগের ও সকাল ১১টায় রাজশাহী রেলওয়ে সদর দপ্তর কার্যালয় প্রাঙ্গনে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, সদর দপ্তর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা সমূহে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডা: তবিবুর রহমান শেখ, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, বোয়ালিয়া (পূর্ব) থানা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পলি নাসরিন, মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক রুদ্র ধর।

সভা সমূহে সভাপতিত্ব করেন যথাক্রমে ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জসি, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, সদর দপ্তর শাখার সভাপতি মোতাহার হোসেন।

সভায় আরো বক্তব্য রাখেন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, সদর দপ্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদত দেবাশীষ প্রামানিক দেবু।

উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য ইসমাইল হোসেন, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, সদর দপ্তর শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক, সহ-সভাপতি আয়নুল হক, আজাহার আলী, খন্দকার ফিরোজ রহমান, অতিরিক্ত সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ মজুমদার, সহ সম্পাদক সাদিকুল ইসলাম, আশরাফ খান সহ জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর ও রেলওয়ে শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, “উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান” এই স্লোগান কে সামনে রেখে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে রাজশাহী মহানগরী জুড়ে প্রচার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর:

“উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান” এই স্লোগান কে সামনে রেখে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর এর শ্রম সম্পাদক আব্দুস সোহেল এঁর নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর নেতৃবৃন্দ কে সাথে নিয়ে আজ সোমবার সকালে বিভিন্ন সরকারি দপ্তর বাংলাদেশ ব্যাংক রাজশাহী, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজশাহী, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর রাজশাহী, সহ বিভিন্ন দপ্তরে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, বাংলাদেশ আওয়ামী লীগ শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আবু সেলিম, মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার আলী, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মইন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম সাগর, বাংলাদেশ ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক হাবিব, খসরু, জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জীবন, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রিমন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সনেট, ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতা আমজাদ, বাবু প্রমুখ।

রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখা:
রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার উদ্যোগে রেলওয়ে বস্তি এলাকায় আজ সোমবার বিকাল ৫.৩০টায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খান, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, অতি: সাধারণ সম্পাদক জয়েদ হোসেন, সহ-সভাপতি মান্নান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হবি, আরিফুল, প্রচার সম্পাদক রাজু, আরবিআর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দেব্রত সিনহা দেবু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ মজুমদার, সহ-সম্পাদক সাদিকুল সহ নেতৃবৃন্দ।

১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ, রাজশাহী মহানগর:
১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে আজ সোমবার বিকাল ৫টায় আরডিএ মার্কেট, বড়কুঠি, পদ্মা গার্ডেন, মুন্নুজান সরকারি প্রাথমিক বিদালয় এলাকায় প্রচার লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য নফিকুল ইসলাম সেল্টু, মোখলেশুর রহমান কচি, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলম আলী চৌধুরী রন্টু, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার সহ নেতৃবৃন্দ।