মুন্ডুমালায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নৌকা প্রার্থীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মুন্ডুমালায় আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য মুন্ডুমালা পৌর সভা নির্বাচনের নৌকা প্রার্থী আমির হোসেন আমিন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে নিযুক্ত শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

সোমবার সকাল ১১টায় মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত সকলকে নৌকা প্রার্থীর পক্ষে পুরোদমে কাজ করার জন্য স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর পক্ষে নির্দেশনা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সহ দর্লীয় নেতাকর্মীরা

এ দিকে শিক্ষকদের নিয়ে রুদ্ধদার বৈঠকের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়ে রিটানিং কর্মকর্তা ইউএনও সুশান্ত কুমার মাহাতোর কাছে মৌখিক অভিযোগ করেছেন মুন্ডুমালা পৌর সভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফিরোজ কবির ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান।

তারা বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না পৌর এলাকায় দিনরাত বহিরাগতদের নিয়ে আমাদের কর্মী সমর্থক দের উপর ভয় ভীতি প্রদর্শন করে চলছেন। চেয়ারম্যান ময়না প্রতিদিন ই প্রতিটি এলাকার সরকারি স্থাপনা স্কুল কলেজ, মাদ্রাসা ব্যবহার করে মিটিং করছে। যেখানে ভোট কেন্দ্র হবে এরকম প্রতিষ্ঠান গুলোতেই। যার ফলে সুষ্ঠু নির্বচনী ফলাফল নিয়ে আমরা শঙ্কীত।

স/জে