মুখে মাস্ক হাতে ধারালো অস্ত্র নিয়ে হামলা, টঙ্গীতে গার্মেন্ট শ্রমিক নিহত

গাজীপুরের টঙ্গীতে মিলন (৩০) নামে এক গার্মেন্ট শ্রমিককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় প্রিন্স (২২) ও টিটু (২৫) নামে দুই কিশোর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে ফকির মার্কেট আলেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি টঙ্গীর মিরাশপাড়া এলাকার পারমিতা ফ্যাশন ওয়াসিং কারখানায় চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে আলেরটেক মিঠু খন্দকারের ডিশ অফিসের সামনে আড্ডা দিচ্ছিলেন মিলন, প্রিন্স ও টিটুসহ কয়েকজন। হঠাৎ ৩০-৪০ জন দুর্বৃত্ত মুখে মাস্ক পড়ে এসে মিলন ও তার সহযোগীদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত প্রিন্সের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ