মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের শাস্তি না হলে, আন্দোলনের হুঁশিয়ারি (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড এর আয়োজনে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তরা দোষীদের শাস্তি দাবির পাশাপাশি প্রশাসনের সঠিক পদক্ষেপ কামনা করেন। দোষীদের শাস্তি না হলে, আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি জানান।

এসময় বক্তারা বলেন, ‘মুক্তিযোদ্ধারা এ দেশ স্বাধীন করেছেন। অথচ এখন এ স্বাধীন বাংলায় মুক্তিযোদ্ধারা অবহেলিত হচ্ছেন। কিছু মানুষ আছে যারা মুক্তযোদ্ধাদের যোগ্য সম্মান দিচ্ছে না। তারা দেশ এবং সমাজের শক্র। এসব শক্রদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধরা আবারও এক হয়ে লড়াই করবে। ’

বক্তারা বলেন, ‘গত কয়েক মাস থেকে রাজশাহীতে মুক্তযোদ্ধারা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে। কিছুদিন আগেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মুক্তিযোদ্ধার স্ত্রীর মরদেহ আটকে রেখে তাকে হেনস্থা করা হয়। এর রেশ কাটতে না কাটতেই আবার মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের বোনের মরদেহ নিয়ে তাকে হেনস্তা করা হলো। মুক্তিযোদ্ধাদের ওপর একের পর এক হামলা হচ্ছে। অথচ পুলিশ কোনো কার্যকর পদক্ষেপই নিচ্ছে না। তাই আমরা এসব ঘটনার সঠিক বিচার চাই। সঠিক বিচার না হলে আমরা মুক্তিযোদ্ধারা কঠোর আন্দোলনে যাবো। ’

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আব্দুল মান্নান। পরিচালনা করেন মুক্তিযুদ্ধকালীন ভগবানগোলা রিকুইটমেন্ট ক্যাম্পের ইনচার্জ রুহুল আমিন প্রমানিক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আাজাদ, ন্যাশনাল ফ্রিডম ফাইটার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলার সাবেক ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, সেক্টর কমান্ডার ফোরামের মহানগর সভাপতি শাহজাহান আলী বরজাহান প্রমুখ।

ভিডিও দেখতে … ক্লিক করুন