সোমবার , ২২ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে অপ্রপচার চালালে যাবজ্জীবন

Paris
আগস্ট ২২, ২০১৬ ৪:২৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহান মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ইলেকট্রনিক মাধ্যমে কেউ অপ্রপচার চালালে সর্বোচ্চ যাবজ্জীবন ও সর্বনিম্ন তিন বছর কারাদণ্ড, একইসঙ্গে এক কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রেখে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৬’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে আইনটি আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য বলা হয়েছে।

 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

 

তিনি বলেন, ‘নতুন এ আইনে দেশের মহান মুক্তিযুদ্ধ এবং জাতির জনকের বিরুদ্ধে প্রপাগান্ডা (অপপ্রচার) সাইবার ক্রাইম হিসেবে গণ্য হবে। সাইবার সন্ত্রাস রোধে এ আইনের ১৫ ধারায় ছয়টি উপধারা রয়েছে। তার একটি হলো, ইলেকট্রনিক মাধ্যমে দেশের মহান মুক্তিযুদ্ধ এবং জাতির জনক সম্পর্কে কেউ অপ্রপচার চালালে সর্বোচ্চ যাবজ্জীবন ও সর্বনিম্ন তিন বছর কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।’

 

সচিব জানান, ‘কোনো ব্যক্তি অতিগুরুত্বপূর্ণ তথ্য কাঠামোতে হামলা করলে কিংবা হ্যাক করলে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।’

সূত্র:রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়