মীর কাসেম পুত্রের ট্যাংকার আটকে হাইকোর্টের নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ক্যাপ্টেন-ক্রুদের বেতন পরিশোধ না করায় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডে  মৃত জামায়াত নেতা মীর কাসেম আলীর পরিবারের মালিকানাধীন তেল পরিবহনকারী ট্যাংকার  ‘এমটি ফজলে রাব্বী’ আটকের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অবকাশকালীন হাইকোর্টের একক বেঞ্চ গত ১০ অক্টোবর এ আদেশটি দেন।

১৩ অক্টোবর উচ্চ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাংকারের ক্যাপ্টেন জুয়েল রহমান।

আটকের নির্দেশ ছাড়াও ট্যাংকারের মালিকপক্ষকে আগামী ২১ নভেম্বর  হাইকোর্টে হাজিরেরও নির্দেশ দিয়েছেন।

ওই জাহজের ১৮ জন কর্মকর্তা ও ক্রুর এক কোটি ৪৩ লাখ ১২ হাজার টাকা বকেয়া বেতন পরিশোধের জন্য ট্যাংকারটির ক্যাপ্টেন জুয়েল রহমান এ মামলা করেন।

 

জুয়েল রহমান বলেন, ট্যাংকারে কর্মরতরা বকেয়া বেতন না পাওয়ায় প্রথমে বিষয়টি নৌ-বাণিজ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়ে অবহিত করি। কিন্তু কেউ ব্যবস্থা না নেওয়ায় সবার পক্ষ থেকে ১০ অক্টোবর হাইকোর্টে মামলা করি। ওইদিনই  হাইকোর্ট আদেশ দিয়েছেন। ১১ তারিখ আদেশ  চট্টগ্রামে পৌঁছে।

 

জাহাজটি মীর কাসেমের ছেলে মাহমুদ বিন কাসেম পরিচালনা করেন।

জুয়েল রহমান বলেন, ট্যাংকারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এডেন লাইনস লিমিটেড। আর স্থানীয় এজেন্ট হচ্ছে  ই ডি ট্যাংকারস লিমিটেড। ই ডি ট্যাংকারের অফিস চট্টগ্রামের আগ্রাবাদ। আর ট্যাংকারটি চট্টগ্রামে ড্রাই ডকে আসার পর শুনেছি এটা  মীর কাসেম পরিবারের।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধে গত ৩ সেপ্টেম্বর মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড কার্যকর করা হয়।

সূত্র: বাংলা নিউজ