মিশরকে ধন্যবাদ জানালেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বৃহস্পতিবার মিশরকে ধন্যবাদ জানিয়েছেন। মিশর কয়েকদিন আগে রাশিয়ার শস্য বহনকারী একটি জাহাজকে ফিরিয়ে দেয়। আর রাশিয়ার জাহাজ বন্দর থেকে ফিরিয়ে দেওয়ার কারণে মিশরকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় মন্ত্রী।

মিশরকে ধন্যবাদ জানিয়ে দিমিত্রো কুলেবা বলেন, আমি মিশরের (পররাষ্ট্রমন্ত্রী) সামেহ সোকরির সঙ্গে কথা বলেছি। আমরা মিশরের প্রতি কৃতজ্ঞ ইউক্রেনের চুরি করা শস্য বহনকারী জাহাজ ফিরিয়ে দেওয়ার জন্য।

তিনি আরও জানিয়েছেন, রাশিয়া যেন ইউক্রেনের খাদ্য পণ্য রপ্তানিতে বাধা না দেয় সেটি নিশ্চিত করতে এক হয়ে কাজ করার অঙ্গিকার করেছে মিশর-ইউক্রেন।

এদিকে মিশরে অবস্থিত ইউক্রেনের দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয় রাশিয়া এসব শস্য ইউক্রেন থেকে চুরি করে নিয়ে গেছে। তবে মিশরের পক্ষ থেকে বলা হয়েছে, শস্য বহনকারী রাশিয়ার সে জাহাজটি ফিরিয়ে দেওয়া হয়েছে কারণ এটির সঠিক কাগজপত্র ছিল না।

এদিকে ইউক্রেন থেকে প্রতিবছর প্রচুর পরিমাণে গম আমদানি করে মিশর। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এটিতে ব্যাঘাত ঘটেছে।

সূত্র: যুগান্তর