সিল্কসিটিনিউজ ডেস্ক :
ক্যারিয়ারের বিশেষ এক ম্যাচ খেলতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ক্রিকেটের শততম ম্যাচে আবার বড় দায়িত্বও পেয়েছেন তিনি। কুঁচকির চোটে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলতে না পারায় দলের নেতৃত্বের দায়িত্ব পরেছে তার কাঁধে।
দায়িত্বটা দারুণভাবে সামলাচ্ছেনও মিরাজ।
বিপদের সময় অধিনায়কের কাছে দলের যা প্রয়োজন তা মেটাচ্ছেন তিনি। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার। ফিফটি করে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছেন তিনি। ৫০ রানের ইনিংসে চার মেরেছেন ২টি।
ইনিংসে অবশ্য নেই কোনো ছক্কা। ফিফটি করতে বল খেলেছেন ১০৬টি
মিরাজকে যোগ্য সঙ্গ দিচ্ছেন আরেক ফিফটি হাঁকানো ব্যাটার মাহমুদ উল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে ১০৩ রানের জুটি গড়ে মাঝের ধাক্কা সামলিয়েছেন দুজনে। মাহমুদ উল্লাহর অপরাজিত ৫৮ রানের ইনিংসে আছে ২ ছক্কা ও ৪ চার।
তাদের জুটির আগে একটা সময় ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস হয়েছিল এলোমেলো। এ সময় একে একে ফেরেন সৌম্য সরকার (২৪), তানজিদ হাসান তামিম (১৯) ও জাকির হাসান (৪)। পরে ৭ রানে আউট হন তাওহীদ হৃদয়ও।
তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। সিরিজে উদ্বোধনী জুটিতে ৫৩ রানের জুটি গড়েছিলেন সৌম্য-তানজিদ।
পরে টানা তিন ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরুটা মুহূর্তের মধ্যেই বালুর ঘরে পরিণত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভর শেষে ৪ উইকেটে ১৭৫ রান।
সূত্র: কালের কণ্ঠ