‘মিডিয়া কী বলছে সেগুলো মূল্যহীন’

শনিবার ফেসবুক লাইভে ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন দেশের দুই তারকা ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস।

এদিন তামিম ইকবালকে লিটন প্রশ্ন করেন, ভাই যদি দুই-তিন ম্যাচ খারাপ খেলেন তখন আপনি কী চিন্তা করেন? জবাবে তামিম বলেন, সবচেয়ে বড় হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখা। আমি এতদিনে একটা জিনিস শিখেছি। যখন তুই দুই তিন ম্যাচ খারাপ খেলবি, তখন স্বাভাবিকভাবেই মানুষ তোকে নিয়ে আলোচনা শুরু করবে।

তামিম আরও বলন, যদি তুই চিন্তা করিস যে, পরের ম্যাচে দেখিয়ে দিবে তখন তুই নিজেই নিজের ওপর চাপ সৃষ্টি করলি। এটা হচ্ছে সবচেয়ে ভয়ংকর। মানুষ কী বলছে, মিডিয়া কী বলছে সেগুলো মূল্যহীন। তোর মনে কী চলছে সেটাই আসল।

লিটনের আরেক প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম বলেন, ক্যারিয়ারের প্রথম সাত আট বছরে মনে হতো, আমি তো একশ মেরে ফেলেছি। পরের ম্যাচ নিয়ে তাই কোনো পরিকল্পনা করতাম না। মাঠে গিয়ে নিজের মতো ব্যাটিং করার চেষ্টা করতাম। আর তখনই ভুলটা করতাম। যখন আমার খারাপ সময় আসা শুরু করল, তখন রানের মূল্য বুঝতে শুরু করেছি। এরপর থেকে চেষ্টা করেছি, যদি ভালো রান করি, পরদিন সব ভুলে আবার শূন্য থেকে শুরু করব।